top of page

যে মহাজীবন - পর্ব৩ - আমরা সবাই রাজা

Writer: ShrutiManjariShrutiManjari

Updated: May 17, 2022


রবি পক্ষে কবি পর্বে শ্রুতিমঞ্জরীর আজকের নিবেদন - "আমরা সবাই রাজা" । দেশ-বিদেশ থেকে শ্রুতিমঞ্জরীর সদস্যদের কয়েকজন থাকবে আজকের পর্বে। আমরা ছোটরা কেউ বাংলা পড়তে পা্রি, কেউ বা পড়তে পারি না তবে গল্প শুনি, কেউ বা সবে বাংলার অক্ষর চিনছি আবার কেউ সবে সহজ পাঠ পড়তে শুরু করেছি - কিন্তু আমরা সকলেই কোনও না কোনও ভাবে বাংলাকে নিয়ে থাকি এবং ছড়া, কবিতায়, গল্পের মাধ্যমে বাংলা শিখি।

বাংলা শিখব অথচ রবিঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা কবিতা ছড়া বলব না এ কখনো হয়!

তাই আমাদের উৎসাহ দিতে শ্রুতিমঞ্জরীর পক্ষ থেকে রইল সকলের আমন্ত্রণ। আজ রাত ৮টায় দেখা হচ্ছে সকলের সাথে -

 
 
 

Comments


bottom of page