top of page
Payel Nag

এক কথায় অনবদ্য....

মঞ্জরী

আমার খুব কাছের একজন পরিচিত মুখ ও মানুষ এই মঞ্জরী রায়।যাকে আমি অনেক ছোট থেকেই চিনি, জানি।যার গুণগুলির মধ্যে একটি অন্যতম গুণের কথাই আজকে বারবার মনে পড়ছে। সে যে শুধু আমার পরিচিত তা নয়,বলতে পারেন সর্বপরিচিত এই মুখ।তার পরিচিতির মাধ্যম তার ব্যবহার তথা তার আবৃত্তি। আবৃত্তি তার প্রাণ।নিজে যেমন পছন্দ করে, তেমনই আবৃত্তি বলার ক্ষমতাও তার অসাধারণ। যাঁরা শুনেছেন তাঁরা ঠিকই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি।তার বাচনভঙ্গি অতি সহজেই মনকে ছুঁয়ে যায়। ছোটদের দিয়েও সাবলীল ভাবে বলিয়ে নিতে পারে। ব্যক্তিগত ভাবে আমি নিজে ওর আবৃত্তি শুনতে খুব ভালোবাসি। এক কথায় অনবদ্য।

অনেক ভালোবাসা রইল তোর জন্য।

8 views0 comments

Comments


bottom of page