কবিতাScape in Barne Barne
- sproutmr
- Jul 3, 2023
- 1 min read

ঘন ঘোর বর্ষায় আমরা আসছি - সে তো বন্ধুদের আগেই জানিয়েছি। কবিতার তুলিতে বর্ণের ছটায় যে দৃশ্য আমরা এঁকে দিতে আসছি তার মধ্যমণি যিনি তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী সুবোধ দা - শ্রী সুবোধ পোদ্দার। শিল্পী নিজে এই প্রথম আসছেন কলকাতায় আর তাঁকে পেয়ে আমাদের আনন্দ-উল্লাসের অন্ত নেই।
The Master of Dance Scape নিজে আসছেন এবার কবিতাScape পর্বে আমাদের বর্ণে বর্ণে অনুষ্ঠানে।
কী কী করব আমরা? তার জন্য আর ক'টা দিনের অপেক্ষা। দেখা হবে ২৪ জুলাই সন্ধ্যে ৫টায়। একটু আগেই চলে আসবেন সকলে। Ticket এর link আর phone booking details দিয়ে দেওয়া হবে।
Comments